ঢাকা, ৩ আগস্ট ২০২৫: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথাগত ছাত্র রাজনীতি পরিহারের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘কথা বলার রাজনীতি নয়, জনগণের জীবনমান উন্নয়নের রাজনীতি করতে হবে। যোগ্য নেতৃত্বই দেশ গড়তে পারে এবং শহিদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ করতে হবে।’
আজ (রবিবার, ৩ আগস্ট) বিকেলে রাজধানীর শাহবাগে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত এক ছাত্র সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘দেশের জনগণই বিএনপির তথা দেশের সকল রাজনৈতিক ক্ষমতার উৎস।’ তিনি তরুণদের উদ্দেশে বলেন, ‘তোমাদের প্রথম ভোট হোক ধানের শীষের জন্য।’ তিনি আরও যোগ করেন যে, বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শিক্ষার্থীদের কারিগরি প্রযুক্তি এবং দক্ষতা অর্জন করতে হবে। বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে স্কুল পর্যায় থেকে কারিগরি শিক্ষা অন্তর্ভুক্ত করবে বলেও জানান তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিগত সরকারের সমালোচনা করে বলেন, তারা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ছাত্রদের জন্য নিরাপদ পরিবেশ না দিয়ে সন্ত্রাসীদের নিরাপদ আস্তানায় পরিণত করেছিল এবং দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। তিনি উল্লেখ করেন, প্রচলিত ছাত্ররাজনীতির গুণগত পরিবর্তন হওয়া প্রয়োজন এবং জাতীয় রাজনীতি সম্পর্কে সচেতন থাকার পাশাপাশি প্রতিটি ক্যাম্পাসের সমস্যা ও সম্ভাবনা নিয়ে শিক্ষার্থী ও ছাত্র সংগঠনগুলোকে সোচ্চার থাকা জরুরি।
তারেক রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সব ছাত্রকে রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত হওয়া জরুরি নয়, বরং নিজেদের যোগ্য করে তোলাই জরুরি। তিনি জ্ঞান অর্জন ও পড়াশোনাকেই শিক্ষার্থীদের প্রথম ও প্রধান কাজ হিসেবে উল্লেখ করেন। তিনি আরও বলেন যে, বিএনপি প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না, বরং জনগণের জীবনমান উন্নয়নের রাজনীতি শুরু করতে চায়।
সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘গোটা বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে এবং তারেক রহমান দেশে ফিরে আসবেন, নেতৃত্ব দেবেন, পথ দেখাবেন।’ ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম তারেক রহমানের নির্দেশে ছাত্রদলের নেতাকর্মীরা গত বছরের জুলাই আন্দোলনে সক্রিয় ছিল বলে উল্লেখ করেন।
Comments
Post a Comment