যেকোনো সময় জুলাই সনদে স্বাক্ষরে প্রস্তুত বিএনপি: সালাহউদ্দিন আহমদ

সালাহউদ্দিন আহমদ 

যেকোনো সময় জুলাই সনদে স্বাক্ষরে প্রস্তুত বিএনপি: সালাহউদ্দিন আহমদ

ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যেকোনো সময় 'জুলাই সনদে' স্বাক্ষর করতে প্রস্তুত বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সোমবার (৪ আগস্ট, ২০২৫) গুলশানে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।

সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই সনদের খসড়ায় কিছু শব্দ প্রয়োগ ও বাক্যগঠন ব্যতীত বাকি সবকিছুতে বিএনপি শতভাগ একমত। তিনি উল্লেখ করেন যে, জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় ১৯টি মৌলিক বিষয়ের মধ্যে ১২টিতে বিএনপি সরাসরি একমত হয়েছে এবং ৭টিতে 'নোট অব ডিসেন্ট' দিয়েছে।

বিএনপির এই নেতা আরও জানান, জুলাই সনদ হাতে পাওয়ার পর ৩০ তারিখেই কিছু সংশোধনীসহ নিজেদের মতামত জমা দিয়েছে বিএনপি। তিনি দৃঢ়ভাবে বলেন, সনদ বাস্তবায়নে বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করেছে।

'জুলাই সনদ' মূলত একটি জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনের জন্য সংস্কার কমিশন কর্তৃক প্রস্তাবিত বিষয়গুলোর একটি রূপরেখা বা রোডম্যাপ, যা রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে চূড়ান্ত হচ্ছে। সালাহউদ্দিন আহমদ আশাবাদ ব্যক্ত করেন যে, খুব দ্রুতই এই সনদ স্বাক্ষরিত হবে। তিনি আরও জানান, জুলাই সনদের সুপারিশগুলো দুই বছরের মধ্যে বাস্তবায়নে রাজনৈতিক দলগুলো প্রতিশ্রুতিবদ্ধ এবং এর জন্য প্রয়োজনীয় সাংবিধানিক, আইন ও বিধিবিধানের সংশোধনী আনা হবে।

উল্লেখ্য, সালাহউদ্দিন আহমদ এও জানিয়েছেন যে, জুলাই ঘোষণাপত্র পাঠের অনুষ্ঠানে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়নি। আমন্ত্রণ পেলেও তারা যাবেন কিনা, সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেবেন। প্রধান উপদেষ্টা হয়তো শিগগিরই জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে নির্বাচনের ঘোষণা দেবেন বলেও তিনি উল্লেখ করেন। বর্তমানে জাতীয় ঐকমত্য কমিশন এই সনদ চূড়ান্ত করার এবং এর বাস্তবায়নের পথ খুঁজে বের করার কাজ করছে।

আমাদের মূল্যায়ন: 

জুলাই সনদে স্বাক্ষর এর ব্যাপারে বিএনপির এই ইতিবাচক মনোভাব অবশ্যই প্রশংসার দাবিদার। 

আমরা মনে করি এটি জাতির ঐক্য ধরে রাখতে খুবই সহায়ক হবে। আপনারা ইতিমধ্যেই বিভিন্ন পত্রপত্রিকার বিভিন্ন সংবাদে দেখেছেন যে জুলাই সনদ স্বাক্ষর এবং বাস্তবায়ন নিয়ে বিভিন্ন বুদ্ধিজীবী মহল থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। 

রাজনৈতিক দলগুলোর মধ্যেও এক ধরনের উদ্বেগ ও উৎকণ্ঠা রয়েছে যে সকল দল এতে স্বাক্ষর করবে কিনা? বিএনপি একটি বড় দল হিসেবে যখন এই জুলাই সনদে স্বাক্ষর করবে এবং এর আইনি ভিত্তিদানের ব্যাপারে পদক্ষেপ নিবে তখন স্বাভাবিকভাবেই আশা করা যায় যে, অন্যান্য দলগুলো ইতিবাচক মনোভাব নিয়ে এটিতে স্বাক্ষর করবে এবং এর বাস্তবায়নে এগিয়ে আসবে

আর যখন সমস্ত রাজনৈতিক দলগুলো এই ব্যাপারে একমত পোষণ করবে তখন রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের ঐক্য দেখা দিবে। যা আমাদেরকে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে নিয়ে যাবে।

Comments

Popular posts from this blog

ওয়ার্ক এসিস্ট্যান্ট পদে ৪৬৮ জন লোক নিবে পানি উন্নয়ন বোর্ড

বিভিন্ন পদে ৭২ জন লোক নিবে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড

নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে এনসিপি’র ২৪ দফা ইশতেহার ঘোষণা